Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বাংলাদেশ-গ্রীস সংসদীয় গ্রুপের পারস্পরিক সম্পর্ক জোরদারের সুপারিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশ-গ্রীস সংসদীয় গ্রুপের পারস্পরিক সম্পর্ক জোরদারের সুপারিশ

ঢাকা : গ্রীসের সাথে সংসদীয়, রাজনৈতিক ও বাণিজিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য ‘বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপের’ পারস্পরিক সম্পর্ক জোরদার করার সুপারিশ করা হয়েছে।  এছাড়া দ্বিপাক্ষিক (এমওইউ) চুক্তি ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।

দশম জাতীয় সংসদের ‘বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি এবং ফখরুল ইমাম এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপের সংসদ সদস্যগণের সাথে পারস্পরিক পরিচিতি ও সংসদীয় মৈত্রী গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।

বৈঠকে গ্রীসের সংসদীয় মৈত্রী গ্রুপের সংসদস্যদেরকে আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়।
কমিটি ‘বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপের’ ১০ জন সদস্যের জীবন বৃত্তান্ত গ্রীসে প্রেরণের সুপারিশ করে। এছাড়া কতজন গ্রীসবাসী বাংলাদেশে বসবাস করছে তার তথ্য সংগ্রহের সুপারিশ করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer