Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বাংলাদেশ কলকাতার বিমানবন্দর ব্যবহার করতে পারবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশ কলকাতার বিমানবন্দর ব্যবহার করতে পারবে

ঢাকা : বাণিজ্য চুক্তির আওতায় অন্য কোনো দেশে পণ্য রফতানিতে ভারতের কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে বাংলাদেশ।

এজন্য চুক্তিটির ধারা সংশোধনের প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশ এই প্রস্তাবে সাড়া দিয়ে চুক্তিটির সংশোধনে শিগগিরই কাজ শুরু করবে। ভারতের প্রস্তাবে আরও ছয়টি বর্ডার হাট দ্রুত চালুর ব্যাপারে সম্মত হয়েছে বাংলাদেশ। এতে সীমান্ত এলাকায় বাণিজ্য বাড়বে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে চারটি বর্ডার হাট চালু রয়েছে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদিত ২১টি ফুড আইটেমের স্বীকৃতি রয়েছে ভারতের। এবার আরও পাঁচটি পণ্য এ তালিকায় যুক্ত হয়েছে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দুদিনব্যাপী বাংলাদেশ-ভারতের সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব শুভাশীষ বসু এবং ভারতের পক্ষে দেশটির বাণিজ্য সচিব রিতা তিওতিয়া নেতৃত্ব দেন। বৃহস্পতিবার বৈঠকটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer