Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বাঁশ ও কাগজে তৈরী শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ১৩:১০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

বাঁশ ও কাগজে তৈরী শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন

ছবি : বহুমাত্রিক.কম

সুনামগঞ্জ : সুনামগঞ্জের হাওরাঞ্চলের বিদ্যালয় গুলোতে নেই স্থায়ী শহীদ মিনার। তার পরও ভাষা শহীদদের সম্মান জানাতে ভুলে যায় নি হাওরপাড়ের শিশু শিক্ষার্থীরা।

স্কুলে শহীদ মিনার নেই। কিন্তু ২১ ফ্রেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদের প্রতি সম্মান জানাতে বাশঁ, কাগজ দিয়ে ব্যতিক্রম ভাবে স্কুলের পাশেই অস্থায়ী শহীদ মিনার তৈরী করে পুষ্পস্থবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর পাড়ের ছিলানী তাহিরপুর গ্রামে অবস্থিত জয়পুর সরকারী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।

এবারের একুশের প্রভাতফেরিতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করে শিক্ষার্থীরা। সাথে ছিলেন বিদ্যালয়ের শিক্ষকগন ও স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং অভিভাবকগন। শুধু এ স্কুলেই নয় জেলার হাওরাঞ্চলের ১১টি উপজেলার প্রতিটি স্কুলেই স্থায়ী শহীদ মিনার না থাকার কারনে এভাবেই শহীদ দিবস পালন করেছে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জয়পুর সরকারী বিদ্যালয়ের ৫ শ্রেণি ছাত্র সংসদ সভাপতি মিজানুর রহমান বলে, স্কুলে শহীদ মিনার নাই শুধু বইয়ের মধ্যেই পড়ি ২১ ফ্রেরুয়ারি বিষয়ে। বাস্থবে ত দেখি না এর গুরুত্ব বুজি না। আমাদের প্রধান শিক্ষক এইবার বাঁশ, কাগজ দিয়ে শহীদ মিনার তৈরী করে পালন করছি শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস।

স্কুল সংলগ্ন চিলানী তাহিরপুর এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক ও মসজিদের খতিব হাফেজ এমদাদুল হক বলেন, শহীদ মিনার না থাকার হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ কিংবা চেয়ার টেবিল দিয়ে বা অন্য কোন ভাবে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আন্তর্জাতিক মাতৃভাষা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস পালন করে। ঐ দিন পার হলেই আর সেই শহীদ মিনার আর পাওয়া যায় না।

জয়পুর সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান জানান,স্কুলে স্থায়ী শহীদ না থাকায় শিশু শিক্ষার্থী শুধু পাঠ্য বইয়ের মাঝেই সীমাবদ্ধ না থেকে বাস্থবে তাদের মাঝে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধা ও এই দিনটির গুরুত্ব বাড়ানো ও বুঝানোর জন্যই স্কুলের শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটি এবং অভিভাকদের সবাই কে বুঝিয়ে এ উদ্যোগ নেই। স্কুল কমিটির সভাপতি আব্দুল হালিম ও বিদ্যুৎসাহী আল আমিন, ২১ ফ্রেরুয়ারি দিনটি বাঙ্গালী জাতির জন্য কতটা গুরুত্বপূর্ন বোঝাতেভুজাতে হলে প্রতিটি স্কুলেই স্থায়ী শহীদ মিনার স্থাপন করা খুবেই প্রয়োজন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বি জানান-আমরা শহীদ মিনার স্থাপনের জন্য আবেদন করেছি। প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের ব্যাপারে সরকারী ভাবে কোন বরাদ্ধ পাওয়া যায় নি। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন-ভাষা ও মুক্তিযোদ্ধের শহীদদের প্রতি সর্ম্মান প্রদর্শন ও স্বরনীয় করে রাখতে এবং ভবিষ্যত্ব প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা খুবেই প্রয়োজন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer