Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বহিরাগতদের হামলা : ঢাকা বার নির্বাচনের ভোট গণনা স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ১ মার্চ ২০১৮

আপডেট: ০০:০৮, ২ মার্চ ২০১৮

প্রিন্ট:

বহিরাগতদের হামলা : ঢাকা বার নির্বাচনের ভোট গণনা স্থগিত

ঢাকা : বহিরাগতদের হামলার পর স্থগিত করা হয়েছে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ বর্ষের নির্বাচনে ভোট গণনা।

বৃহস্পতিবার বিকাল থেকে ঢাকা বারের নিজস্ব ভবনের ৩য় তলায় ভোট গণনা  শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে সেখানে হামলার ঘটনা ঘটে। বহিরাগতদের হামলার ঘটনায় আহত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান।

নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ মাহবুব জানান, ভোট গণনার সময় অজ্ঞাত ব্যক্তিরা এসে হামলা করলে ভোট গণনা স্থগিত হয়ে যায়। এক প্রার্থী অভিযোগ করেন, ভোট গণনায় সাদা প্যানেলের প্রার্থীরা পিছিয়ে পড়ে, এর পরই ওই হামলা হয়।

নির্বাচন কমিশন সূত্রমতে, গত মঙ্গলবার ও বুধবার মোট নয় হাজার ১১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  ভোট গণনা শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান।

এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer