Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বসুন্ধরা শপিং মলে শুল্ক গোয়েন্দাদের অভিযানে তুলকালাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ১৯ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বসুন্ধরা শপিং মলে শুল্ক গোয়েন্দাদের অভিযানে তুলকালাম

ঢাকা : রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের অবরোধের মুখে পড়েছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার দুপুরে এই ঘটনায় ব্যবসায়ীরা মার্কেটের সামনের রাস্তা কয়েক ঘন্টা বন্ধ করে বিক্ষোভ দেখায়। 

অভিযানে গিয়ে মার্কেটের ভিতরে আটকা পড়েন শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক কাজী জিয়াউদ্দিনসহ কর্মকর্তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, শুল্ক গোয়েন্দারা বিনা নোটিশে শপিং মলের মোবাইল মার্কেটে অভিযান চালিয়ে কোটি টাকার মোবাইল জব্দ করেছে। তাই বাধ্য হয়ে ব্যবসায়ীরা তাদের পথ আটকে মোবাইলগুলো ফেরত চাইছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক কাজী জিয়াউদ্দিন জানান, নিয়ম মেনেই বসুন্ধরা মার্কেটে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজ দেখিয়ে ব্যবসায়ীরা জব্দকৃত মোবাইল ফেরত নিতে পারবেন।

জানা গেছে, শুল্ক গোয়েন্দারা ৫টা দোকান থেকে প্রায় ২ কোটি টাকার মালামাল নিয়ে গেছে। তারা শুধু আইফোন জব্দ করেছে। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer