Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

‘বলিউড চায় সাইজ জিরো, দক্ষিণ ভারতের পছন্দ একটু কার্ভি চেহারা’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫, ১৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০৯:১৪, ১৮ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

‘বলিউড চায় সাইজ জিরো, দক্ষিণ ভারতের পছন্দ একটু কার্ভি চেহারা’

ঢাকা: বক্স-অফিসে তেমন সাড়া না ফেললেও, পুরুষ মনে বেশ জাঁকিয়েই বসেছিল জুলি। তাইতো সেই কবে থেকে সিনে-প্রেমীরা অপেক্ষা করছে জুলির। কিন্তু এবার প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে। তৈরি হচ্ছে ‘জুলি-টু’।

তবে এবার নেহা নয় জুলির চরিত্রে দেখা যাবে দক্ষিণের নায়িকা  রাই লক্ষ্মীকে। ‘জুলি ২’-এর হাত ধরেই বলিউডে প্রবেশ করছেন দক্ষিণের তারকা নায়িকা লক্ষ্মী। তবে বি-টাউনে ভাগ্য পরীক্ষার জন্য কমিয়ে ফেলেছেন এক ধাক্কায় ১০ কেজি ওজন।

ছবিতে রয়েছে বিকিনি সিন। কিন্তু সাইজ জিরো হতে চান না নেহা। সেক্সি হওয়ার জন্য শরীরের ওজন একেবারে কমিয়ে ফেলার পক্ষপাতী নন।  নায়িকা প্রকাশ্যে জানিয়েছিলেন, রোগা হয়ে, সাইজ জিরো হতে তাঁর বেজায় আপত্তির কথা। তারপরই নাকি ধুপিয়াকে ছেঁটে ফেলা হয়েছে ‘জুলি ২’ থেকে। তবে বিটাউনে সাফল্য পেতে কোনও কমতি রাখতে চান না রাই। রাইয়ের কথায়, ‘১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছি। ওজন ঝরাতে গিয়ে অসুস্থও হয়েছি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিন্তু সবই কাজের জন্য”। সেই সঙ্গে তিনি বলেন, ‘বলিউড চায় স্কিনি হিরোইন বা সাইজ জিরো। দক্ষিণ ভারত পছন্দ করে একটু কার্ভি চেহারা।’

২০০৪-এর পর ‘জুলি’ সিক্যুয়ালের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক দীপক এস শিবদাসানির। নির্দেশকের কথায়, ‘রাইকে প্রথমবার দেখা যাবে বিকিনিতে। সে এই চরিত্রে অভিনয় করার জন্য ১৫ কেজি ওজনও কমিয়েছে। আশা করছি দর্শকদের এই ফিল্ম ভাল লাগবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer