Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বল মাথায় ১৫.২ কি.মি. হেটে রেকর্ডগড়া সেই হালিম ঝিনাইদহে

ঝিনাইনহ প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৭, ১২ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বল মাথায় ১৫.২ কি.মি. হেটে রেকর্ডগড়া সেই হালিম ঝিনাইদহে

ছবি : বহুমাত্রিক.কম

ঝিনাইদহ : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোরা বল পায়ে জাদু দেখান। আর ফুটবল মাথায় নিয়ে জাদু দেখাতে বেশ পারদর্শী মাগুরার আব্দুল হালিম। ফুটবল মাথায় নিয়ে আবদুল হালিম গড়েছে দুটি বিশ্বরেকর্ড।

বিশ্বে উজ্জল করেছেন দেশের ভাবমূর্তি। দেশব্যাপী ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার ২য় দিনে আজ ঝিনাইদহ উন্নয়ন মেলায় তিনি প্রদর্শণ করেন তার ক্রীড়া নৈপুণ্য।

মাথায় বল নিয়ে জার্সি পাল্টানো, সাইকেল চালানো, ২ হাতে দুটি বল নিয়ে ২ টি বলের উপর দাড়ানো, দর্শকদের হাততালির সাথে সাথে হেড দেওয়াসহ ১৬ প্রকার নৈপুণ্য প্রদর্শণ করেন তিনি। তার এই নৈপুণ্য মন্ত্রমুগ্ধের মত উপভোগ করে উপস্থিত দর্শক।

আব্দুল হালিম বলেন, ২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে বিশ্বরেকর্ড গড়েছিলেন আবদুল হালিম। এরপর ২০১৫ সালের নভেম্বরে আরো একটি রেকর্ড গড়েন তিনি।

নতুন আরও একটি রেকর্ড গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এজন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন আব্দুল হালিম।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer