Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বর্বর আইএসের বিরুদ্ধে লড়াই করছি : ইউএস জেনারেল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বর্বর আইএসের বিরুদ্ধে লড়াই করছি : ইউএস জেনারেল

ঢাকা : `বর্বর এক প্রতিপক্ষ আইএসের বিরুদ্ধে লড়াই করছি আমরা মসুলে`- ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মসুলে ইরাক সরকার ও মিত্র বাহিনীর যুদ্ধে নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের লেফটেনেন্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড শুক্রবার এমন মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, আইএস যে কোন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে, তার (যুদ্ধক্ষেত্র) ধূর্ত ও সৃজনশীল।

মসুলে আইএসকে রুখে দেয়ার জন্য যুদ্ধ-চলাকালে তিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। মসুল থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বারতেল্লা শহরটি মিত্র বাহিনী নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

খ্রিস্টান অধিবাসীদের শহর হিসেবে পরিচিতি বারতেল্লা। এই অঞ্চল দখলে নেয়ার সময় বিশেষ বাহিনী প্রেরণ করা হলে বেশ কিছু আত্মঘাতী ও গাড়িবোমা হামলা চালায় আইএস।

ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিসের প্রধান তালেব সেঘাটি আল-কেনানি জানান, মসুল শহরের নিকটবর্তী এই শহরটির দখল নেয়া আইএসের বিরুদ্ধে আগ্রাসনমূলক যুদ্ধনীতির বড় একটি সাফল্য। বিবিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer