Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বরফের আস্তরণে ঢাকা পড়েছে সাহারা মরুভূমি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ১০ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বরফের আস্তরণে ঢাকা পড়েছে সাহারা মরুভূমি

ফাইল ছবি

ঢাকা : পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। এই মরুভূমির তাপমাত্রা সব সময় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। সেখানে এবার পড়েছে বরফের আস্তরণ।

উত্তর দিকের হাওয়ার প্রভাবে রুক্ষ, শুষ্ক, তপ্ত মরুভূমি এখন হিম শীতল বরফাস্তণে পরিণত হয়েছে। তুষারপাতে যখন চরম বিপর্যয়ের মুখে উপনীত অন্যসব দেশ তখন সাহারার এই তুষারপাতেই আনন্দিত সেখানকার অধিবাসীরা।

এ নিয়ে চতুর্থবারের মতো ওই মরু অঞ্চলে তুষারপাত হয়েছে।

প্রথমবার তুষারপাত হয়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি। সেদিন মরু অঞ্চলের অধিবাসীরা বিশ্বাসই করতে পারছিলেন না তাদের হাতে, গায়ে এসে পড়ছে নরম তুলোর মতো বরফ। সেই তুষারপাত দেখে তাদের আনন্দের সীমা ছিল না।

প্রায় ৩৭ বছর পর ২০১৬ সালে ফের বরফের আস্তরণে ঢেকেছিল সাহারা। পরের বছরও এই একই আবহাওয়া দেখেছিলেন এই মরুদেশের বাসিন্দারা। ২০১৭ সালের পর আবার ২০১৮ সালে নিয়মের বাইরেও যে ঘটনা ঘটে এবার তারা বিশ্বাস করতে শুরু করেছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer