Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বয়স ১০৪ বছর, আর বেঁচে থাকতে চান না তিনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৩ মে ২০১৮

আপডেট: ১৬:২০, ১১ মে ২০১৮

প্রিন্ট:

বয়স ১০৪ বছর, আর বেঁচে থাকতে চান না তিনি

ঢাকা : দীর্ঘ জীবন সবার কাছেই অনেক প্রত্যাশিত।দীর্ঘ জীবন লাভের আশায় মানুষ কত কিছুই না করে।

স্বাস্থ্য সম্মত জীবন-যাপন থেকে শুরু করে অনেক কিছুই থাকে সে প্রচেষ্টার মধ্যে।কিন্তু মানুষ যদি বহু বছর বেঁচে থাকে, তাহলে নিজেই কি মৃত্যু কামনা করে?দীর্ঘ জীবন থেকেও অনেকে পরিত্রাণ পেতে চান?

সে রকম একজন হচ্ছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড গুডঅল। তাঁর বয়স এখন এখন ১০৪ বছর।মি: গুডঅল এখন আর বেঁচে থাকতে চান না। সেজন্য স্বেচ্ছামৃত্যু বেছে নিতে তিনি সুইজারল্যান্ড যাচ্ছেন।মি: গুডঅলের বয়স ১০৪ বছর হলেও তিনি এখনো শারীরিকভাবে সুস্থ আছেন।

কিন্তু তিনি মনে করছেন, এ বয়সে তাঁর কোন স্বাধীনতা নেই। অন্যের উপর তাকে নির্ভর করতে হয়।গত বছর জন্মদিনের পালনের সময় মি: গুডঅল বলেন, " এ বয়স পর্যন্ত পৌঁছানোর জন্য আমি নিজেই অনুতপ্ত হচ্ছি। আমি ভালো নেই। আমি মারা যেতে চাই।"

কিন্তু অস্ট্রেলিয়ার একটি মাত্র রাজ্য ছাড়া অন্য কোথাও স্বেচ্ছামৃত্যুর বিধান নেই।এ বিষয়টিকে খুব বেদনাদায়ক বলে মনে করছেন ১০৪ বছর বয়সী মি: গুডঅল।

সেজন্য স্বেচ্ছামৃত্যুর জন্য তিনি সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে যাচ্ছেন।লন্ডনে জন্ম নেয়া মি: গুডঅল অস্ট্রেলিয়ার পার্থে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতেন।১৯৭৯ সালে তিনি পূর্ণকালীন কাজ থেকে অবসর নেন।

বিবিসি বাংলা 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer