Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২৩ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

ঢাকা : ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এইদিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটি প্রতিষ্ঠা লাভ করে। পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আওয়ামী লীগের প্রসার ঘটে।

বর্তমান রাষ্ট্রক্ষমতায় দলটির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনকের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় শুক্রবার ভোরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও তার প্রতিকৃতিতে মাল্যদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের। আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা জাতির জনক শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় আওয়ামী লীগ নেতার মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন, এ্যাড. আমিরুল ইসলাম মিলন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি আব্দুল হালিম শেখ প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer