Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মীয় সংশ্লিষ্টতা নেই: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৯, ১২ এপ্রিল ২০১৭

আপডেট: ১৪:৫৩, ১২ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মীয় সংশ্লিষ্টতা নেই: প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মীয় বিষয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহবান জানান তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের চেয়্যারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠানে এ আহবান জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ এর সঙ্গে কোন ধর্মীয় ব্যাপার নেই। মঙ্গল শোভাযাত্রা এর সঙ্গেও ধর্মীয় ব্যাপার নেই।

আমাদের যে সংস্কৃতি কৃষ্টি আচার আচরণ তারই প্রতিফলন ঘটে। এটাকে অনেকে হিন্দুয়ানী বানাতে চায়। মঙ্গল শব্দ শুনলে যে হিন্দু শব্দ হবে তা কখনো গ্রহনযোগ্য নয়।

আমরাতো বাংলায় মঙ্গলবার বলি তাহলে কেউ বলবে এটা হিন্দুবার হয়ে গেছে। তাহলে মঙ্গল শোভাযাত্রা করলে হিন্দুয়ানী হয় কিভাবে। যারা এটা বলছেন তারা কি বুঝে বলছেন সেটা আমি জানিনা। এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত, এই একটা দিন সকল দেশের মানুষ এক হয়ে দিনটি পালন করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer