Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর খুনি নূরকে ফিরিয়ে দিতে ট্রুডোকে প্রধানমন্ত্রীর আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ১১ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বঙ্গবন্ধুর খুনি নূরকে ফিরিয়ে দিতে ট্রুডোকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অন্যতম প্রাক্তন সেনা কর্মকর্তা কর্নেল নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১১টায় কুইবেকের লা শ্যাতো ফ্রন্টেন্যাক হোটেলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে এক ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পিতার হত্যাকারী নূর চৌধুরী কানাডাতে অবস্থান করছেন। তিনি একজন আত্মস্বীকৃত খুনি এবং বাংলাদেশের আইনে তাঁর সাজা হয়েছে।শেখ হাসিনা এ ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রীর পদক্ষেপ আশা করেন। বিচারে দোষী সাব্যস্ত এই খুনি রেহাই পেয়ে যাক, বাংলাদেশের মানুষ তা প্রত্যাশা করে না।

প্রতি উত্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমি বুঝতে পারি, এটা আপনার জন্য কতটা বেদনার। নূর চৌধুরী কানাডার নাগরিক নন, তাঁর নাগরিকত্ব নেই।’

তবে কানাডার প্রধানমন্ত্রী এটাও বলেন, আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো মানুষকে কানাডা ফেরাতে পারে না। কর্মকর্তারা বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন বলেও জানান ট্রুডো।

 

মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer