Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর আমলে স্বল্পসময়ে গুরুত্বপূর্ণ ১৩১টি আইন প্রণয়ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ৬ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বঙ্গবন্ধুর আমলে স্বল্পসময়ে গুরুত্বপূর্ণ ১৩১টি আইন প্রণয়ন

ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সাড়ে ৩ বছরের দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ১৩১টি আইন প্রণয়নের মাধ্যমে তাঁর অনন্য দূরদর্শিতা ও বিচক্ষণতার স্বাক্ষর রাখেন।

গুরুত্বপূর্ণ এই আইনের মধ্যে রয়েছে : আঞ্চলিক পানি ও সমুদ্রসীমা সম্পর্কিত আইন টেরিটোরিয়াল ওয়াটারস এ্যান্ড মেরিটাইম এ্যাক্ট) ১৯৭৪ ও আন্তর্জাতিক অপরাধ আইন (ট্রাইব্যুনাল)-১৯৭৩।

বঙ্গবন্ধুর সময় প্রতিবেশী দেশের সঙ্গে ৬৫ বছরের সীমান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর ও অনুসমর্থিত হয়। তিনি সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আঞ্চলিক পানি ও সমুদ্রসীমা আইন প্রণয়ন করেন। ১৯৭৪ সালে এ আইনটি প্রণীত হয়। ওই সময় পৃথিবীর অধিকাংশ দেশে এ ধরনের কোন আইন ছিল না। বাংলাদেশে এ আইনটি প্রণয়নের ৮ বছর পর ১৯৮২ সালে জাতিসংঘ কনভেনশন অন দ্য ল অব সী প্রণীত হয়।

বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ১৬ মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দুই নিকট প্রতিবেশীর মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ ওই বছরই দ্রুত আইনটিতে অনুসমর্থন দেয়। কিন্তু ভারতের পার্লামেন্ট এটি অনুসমর্থনে ব্যর্থ হয়। অবশ্য বাংলাদেশের অনুসমর্থনের ৪১ বছর পর ২০১৫ সালে ৭ মে ভারতীয় পার্লামেন্টে সর্বসম্মতিতে স্থলসীমান্ত আইন অনুসমর্থিত হয়। এতে দু’দেশের ছিটমহলবাসীর ৬৫ বছরের দুর্ভোগের অবসান ঘটে।

বঙ্গবন্ধুর সরকারের সময় বাংলাদেশ জাতিসংঘ, কমনওয়েলথ, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি), জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম), বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এবং আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে।

বঙ্গবন্ধুর স্বল্প সময়ের শাসনামলে ১১৬টি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
বঙ্গবন্ধুর সাড়ে ৩ বছরের সরকারের আমলে প্রণীত আইনগুলো হচ্ছে :-

১. বাংলাদেশ ল’ অফিসারস অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
২. বাংলাদেশ শিপিং কর্পোরেশন অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
৩. দ্য বাংলাদেশ (লিগ্যাল প্রোসিডিংস) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
৪. বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
৫. বাংলাদেশ (এ্যাডাপশন অব ইন্সুরেন্স) এ্যাক্ট অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
৬. বাংলাদেশ ব্যাংক (ডিমোনেটাইজেশন অব কারেন্সী নোটস) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
৭. বাংলাদেশ কন্সটিটিউয়েন্ট এ্যাসেম্বলি মেম্বারস (সিসেশন অব মেম্বারশীপ) আদেশ ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
৮. বাংলাদেশ ব্যাংক (জাতীয়করণ) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
৯. বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)
১০. বাংলাদেশ ইনল্যান্ড ট্রান্সপোর্ট কো-অপারেশন অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ)

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer