Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

‘জনকের শূন্যতা”

বঙ্গবন্ধুকে নিয়ে একগুচ্ছ কবিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩০, ১৫ আগস্ট ২০১৭

আপডেট: ০২:৫৯, ১৫ আগস্ট ২০১৭

প্রিন্ট:

বঙ্গবন্ধুকে নিয়ে একগুচ্ছ কবিতা

‘দেশ সাধক’ বঙ্গবন্ধু

সৈয়দা নাজমা বেগম

শোষণের চারণক্ষেত্র দূর কর
স্বৈরাচারের দাপট দৃঢ়হস্তে ধর।
ভবিষ্যতের অগ্রজ শিশুরা ওঠ
বঙ্গবন্ধুকে-বাংলাদেশকে জানতে ছুট।
শোন শিশু বন্ধুরা-
১৫ই আগস্ট বুলেট বিদ্ধ
রক্তের বন্যায় শায়িত বঙ্গবন্ধু!
দেশ প্রেমের হৃদ্যতায় ছাওয়া
আমার দেশের স্বাধীনতা পাওয়া
জীবন উৎসর্গের গহীনে০ রাখিলেন অবদান,
হৃদয়ে রক্তক্ষরণ নিঃসংশতায় দিলেন প্রাণ।
বক্ষ বিদীর্ণ-ধূসর মরুভূমি সবুজারণ্য লাল
কাঁদবে পৃথিবী ’৭১ -এর যুদ্ধের জয়ডঙ্কায় অনন্তকাল।

কান পেতে শোন শিশু বন্ধুরা-
বেঁচে আছেন তিনি বাঙালির গৌরবে,
পল্লীর বেতসিবায়ে ফুলের সৌরভে,
প্রদীপ্ত সূর্যে মুক্তিযুদ্ধের দিশারী আলো
বন্ধুরা- হৃদয়ে দেশ গড়ার প্রত্যয় জ্বালো।

তিনি আমরণ সংগীতের চরণে
তিনি শাণিত বাংলার জীবনারণ্যে।
বঙ্গবন্ধূ তুমি দেশপ্রেমের উজ্জ্বল পতাকা
“বেঁচে থাক তুমি অনন্তকাল তুমি আমার দেশমাতা।”


চিরদিন বঙ্গবন্ধু

সৈয়দ মোকছেদুল আলম 

বঙ্গবন্ধু একটাই-
তন্ন তন্ন করে খুঁজে দেখ
নদী-গিরী, সাগর, মরুভূমি-প্রান্তর
একটাই শেখ মুজিবুর।
ধন্য বাঙালি তাই, মাথা নত করে নাই
মৃত্যুর ভয় নাই-
অন্যায়-অবিচার মানে নাই,
বঙ্গবন্ধু একটাই।

খুঁজে দেখ কে সে
দেশ ভালবেসে কারাগারে বন্দী
কেটেছে রাতদিন,
কোটি কোটি মানুষের মুক্তির স্বপ্ন
দেখেছে এইদিন ‘প্রতিদিন বাঙালি স্বাধীন’-
চিরদিন- বঙ্গবন্ধু একটাই
সর্বকালের সর্বশ্রেষ্ঠ্য বাঙালি আমাদের গর্ব,
বঙ্গবন্ধু একটাই।

কোনদিন এসে
আর ভালবেসে দাঁড়াবে না পাশে
আমরা স্বাধীন,
সেই চেনা মানুষের বজ্রকন্ঠ
মাথা-উঁচু সেই হাত, আঙ্গুলের তর্জন
আমরাই-বঙ্গবন্ধু একটাই।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ্য বাঙালি আমাদের গর্ব,
বঙ্গবন্ধু একটাই।
চিরদিন বঙ্গবন্ধু একটাই।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer