Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু হত্যা ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ১৫ আগস্ট ২০১৭

আপডেট: ১৪:১৪, ১৫ আগস্ট ২০১৭

প্রিন্ট:

বঙ্গবন্ধু হত্যা ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র : প্রধান বিচারপতি

ঢাকা : তদন্ত দুর্বলতার কারণে ১৫ আগস্ট হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত রাঘববোয়ালদের কিছু যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার সুপ্রিমকোর্টে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে গিয়ে আমি দেখেছি এর সঙ্গে অনেক রাঘববোয়ালরা জাড়িত। এই মামলার তদন্ত দুর্বলতার কারণে সেই রাঘববোয়ালদের আমরা কিছু করতে পারিনি। বঙ্গবন্ধু হত্যা ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র। 

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে চলমান বিতর্কের বিষয়ে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। রায় নিয়ে এখন কিছু বলবো না, যা বলার কোর্টে বলবো। 

অনুষ্ঠানে বিচারপতিগন, সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer