Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের তারিখ ফের পরিবর্তন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ২৫ এপ্রিল ২০১৮

আপডেট: ১৪:৫৩, ২৫ এপ্রিল ২০১৮

প্রিন্ট:

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের তারিখ ফের পরিবর্তন

ঢাকা : আগামী ৪ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

বুধবার সকালে টেলিকম রিপোর্টাস নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আরো বলেন, আগামী ৭ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে।

এ সময় মোস্তফা জব্বার বলেন, উৎক্ষেপণের যে তারিখ ছিল সম্ভাব্য তা এই মুহূর্তে ঠিক থাকছে। এখনো পর্যন্ত সম্ভাব্য তারিখ ৭ তারিখ। আমি সম্ভাব্য বলছি এই কারণে যতক্ষণ পর্যন্ত আকাশে না উঠতে দেখবো ততক্ষণ পর্যন্ত সম্ভাব্য থাকবে।

তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জগুলো বেড়ে যাচ্ছে। আমার উৎক্ষেপণ জাতীয় পর্যায়ে উদযাপন করবো। উৎক্ষেপণের সময় ফ্লোরিডায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় থাকবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer