Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু স্যাটেলাইট পেল আইটিইউ অ্যাওয়ার্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ১৮ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বঙ্গবন্ধু স্যাটেলাইট পেল আইটিইউ অ্যাওয়ার্ড

ঢাকা : আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন-আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প।

‘বেটার সুনার, অ্যাকসেলেরেটিং আইসিটি ইনোভেশন টু ইমপ্রুভ লাইভস ফাস্টার’ স্লোগানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত আইটিইউ মেলায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মেলায় সেরা উদ্ভাবনী প্রদর্শক হিসেবে রিকগনিশন অব এক্সিলেন্স সার্টিফিকেট ক্যাটাগরিতে পুরস্কার জেতে বঙ্গবন্ধু স্যাটেলাইট।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হাতে এ পুরস্কার তুলে দেন আইটিইউর মহাসচিব হাউলিন ঝাউ।

মেলার শেষ দিন বৃহস্পতিবার পৃথিবীর সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে পুরস্কৃত করা হয়।

গ্লোবাল এসএমই অ্যাওয়ার্ড, থিমেটিক অ্যাওয়ার্ড, রিকগনিশন অব এক্সিলেন্স সার্টিফিকেট ও হোস্ট কান্ট্রি এসএমই অ্যাওয়ার্ড নামে চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

মেলায় বাংলাদেশী প্যাভিলিয়নে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটকসহ দুটি এনটিটিএন ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন্স অংশ নেয়।

বিটিআরসির জন্যে আলাদা স্টল রাখা হয়। বিটিআরসির স্টলে ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর রেপ্লিকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer