Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ৮ নভেম্বর ২০১৭

আপডেট: ১৯:৫৬, ৮ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : বশেমুরকৃবি জনসংযোগ বিভাগ

গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরকৃবি) সামার ২০১৮ টার্মে ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স বিএস (কৃষি/ফিশারিজ/কৃষি অর্থনীতি) এবং ৫ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টা থেকে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলাফল আজ সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrau.edu.bd  ও নোটিশ বোর্ডসমূহে দেখা যাবে।

উল্লেখ্য, এবছর ৪টি অনুষদের ৩৩০ আসনের বিপরীতে মোট ৪৮৯৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

-বিজ্ঞপ্তি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer