Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বগুড়া বিমানবন্দর দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে : মেনন

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:০১, ২৫ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বগুড়া বিমানবন্দর দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে : মেনন

ছবি : সংগৃহীত

বগুড়া : দ্রুততম সময়ের মধ্যে বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার বগুড়া শহরের নওদাপাড়া এলাকায় ফাইফ স্টার হোটেল মম ইন লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। মানুষ এখন আর গাড়িতে দীর্ঘ সময় ব্যয় করে ঢাকায় যেতে চান না। এছাড়া বগুড়া একটি শিল্পনগরী।’

মন্ত্রী বলেন, ‘ব্যবসার বিকাশ ও দেশি-বিদেশি বায়ারদের যাতায়াতের জন্য এখানে বিমান বন্দরের প্রয়োজন রয়েছে। তাই দ্রুত বিমানবন্দরের কাজ শুরু ও বাড়তি রানওয়ের জন্য জমি অধিগ্রহণের দিকে নজর দেওয়া হবে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer