Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বই আকারে প্রকাশ হচ্ছে বাহুবলী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ২২ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বই আকারে প্রকাশ হচ্ছে বাহুবলী

ঢাকা : শুধু সেলুলয়েডে নয়। বাহুবলী এবার আসতে চলেছে বইয়ের মধ্যেও। জয়পুর সাহিত্য উৎসবে বইয়ের কভার প্রকাশিত হয়েছে। বইয়ের নাম রাইজ অফ শিবাগামী।

বাহুবলী: দা বিগিনিং ছবিতে যেখান থেকে দেখানো হয়েছিল, এখানে তারও আগের গল্প থাকবে। শিবাগামীর বাবার মৃত্যু, তার প্রতিশোধ, শিবাগামীর উত্থান এইসব গল্প থাকবে বইটিতে। লিখেছেন আনন্দ নীলাকান্তন। ৭ মার্চ বাজারে আসছে রাইজ় অফ শিবাগামী।

বইয়ের যে কভারটি প্রকাশ পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি ধ্বংস হয়ে যাওয়া সাম্রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে শিবাগামী। এটাই কি মাহিষ্মতী সাম্রাজ্য? বই প্রকাশের আগে সম্ভবত তা জানা যাবে না।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer