Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ফ্লোরিডায় যাচ্ছেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৯:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

ফ্লোরিডায় যাচ্ছেন ট্রাম্প

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার মতো একটি সমাবেশে অংশ নিতে যাচ্ছেন।

ক্ষমতা গ্রহণের একমাসের চড়াই উৎরাইয়ের পর ওয়াশিংটনের বাইরে ফ্লোরিডায় সমর্থকদের সঙ্গে পুনরায় তার মিলন ঘটতে যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় তিনি টুইটারে লেখেন, ‘আগামীকাল ফ্লোরিডায় সমাবেশে যোগ দিতে যাচ্ছি। আশা করছি বিপুল জনসমাগম হবে!’

শুক্রবার তিনি একটি বোয়িং বিমানে করে সাউথ ক্যারোলাইনা সফর করেন। সেখানে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও শিল্প বিকাশে চ্যাম্পিয়ন বলে দাবি করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প বলেন, ‘আপনাদের প্রেসিডেন্ট হিসেবে জনগণের কর্মসংস্থানের জন্যে আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি তা করব।’

তিনি বলেন, ‘আমাদের মন্ত্র হচ্ছে, “আমেরিকান পণ্য ক্রয় কর এবং আমেরিকানদের চাকরি দাও।” আমরা আমেরিকানদের হাতেই আমেরিকান তৈরি পণ্য তৈরি করতে চাই।’

যুক্তরাষ্ট্রে বর্তমানে বেকারত্বের হার সর্বনিম্ন পাঁচ শতাংশ এবং মজুরিও বাড়ছে। তবুও দেশটি শিল্পায়ন, বিশ্বায়ন ও উৎপাদন প্রক্রিয়ার ত্রিমুখী সংকট থেকে বেরুতে পারছে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer