Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ফেসবুককে অবশ্যই আইনের সামনে দাঁড়াতে হবে: আদালত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৪, ১৮ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফেসবুককে অবশ্যই আইনের সামনে দাঁড়াতে হবে: আদালত

ঢাকা : গ্রাহকের অনুমতি ছাড়া অবৈধভাবে ফেসিয়াল রিকগনিশন প্রক্রিয়া শুরু করার জন্য ফেসবুককে আইনের মুখোমুখি হতে হবে। 

সোমবার এমন রুল জারি করেছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। খবর বিবিসি, ব্লুমবার্গের।
মার্কিন ডিস্ট্রিক্ট জাজ জেমস ডোনাটো সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালত থেকে এই রুল জারি করেন।গ্রাহকদের অনুমতি ছাড়া তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।

এরমধ্যে রয়েছে ফেসিয়াল রিকগনিশন বা ট্যাগ সাজেশন্স প্রযুক্তি, যেটির মাধ্যমে একজন গ্রাহক কোনো ছবি আপলোড করে নিজের বন্ধুকে চিহ্নিত করেন। মামলার নথিতে বলা হয়েছে, ফেসবুকের এমন প্রযুক্তি ইলিনয়স অঙ্গরাজ্যের আইনের লঙ্ঘন।

এ বিষয়ে ফেসবুক জানায়, তারা রুলিংটি পর্যালোচনা করছে। ফেসবুকের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, আমরা এখনও বিশ্বাস করি যে এই মামলার কোনো ভিত্তি নেই। আমরা সাহসিকতার সঙ্গে এর মোকাবেলা করবো।

এমন সময় আদালতের এই সিদ্ধান্ত এলো যখন কয়েক দিনই আগে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ কংগ্রেসে মার্কিন আইনপ্রণেতাদের কঠোর প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন।

চলতি সপ্তাহে সান ফ্রান্সিসকোতে তিনি ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট আন্দ্রুস আনসিপের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer