Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ফেসবুক ফিলিস্তিনী সাংবাদিকদের আইডি বন্ধ করছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ১৪:২০, ২৬ সেপ্টেম্বর ২০১৬

প্রিন্ট:

ফেসবুক ফিলিস্তিনী সাংবাদিকদের আইডি বন্ধ করছে

ঢাকা : ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি প্রকাশনার দুইজন সম্পাদকের ফেসবুক আইডি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।

ওই দুই সম্পাদক জানিয়েছেন, গত সপ্তাহে তাদের আইডি বন্ধ করে দেওয়া হয় এবং কোনো রকমের কারণ দেখানো হয়নি।

ইসরায়েলের সমালোচনা বন্ধ করতে ফেসবুক ও ইসরায়েল সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের ফেসবুক পেজ ও এ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে বার্তা সংস্থা সেহাবের চারজন সম্পাদকের ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। ওই পেজে ৬৩ লক্ষাধিক লাইক ছিল। এছাড়া কুদস সংবাদ মাধ্যমের তিনজন নির্বাহীর পেজ যেগুলোতে প্রায় ৫১ লক্ষের মতো লাইক ছিল সেসবও বন্ধ করে দেওয়া হয়েছে।

এই দুই গণমাধ্যমই ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনীদের খবর প্রচার করে থাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer