Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ফুল দিতে আসা ছাত্রদলকে ছাত্রলীগের ধাওয়া ও মারধর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ১৬ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফুল দিতে আসা ছাত্রদলকে ছাত্রলীগের ধাওয়া ও মারধর

ফাইল ছবি

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবসে ফুল দিতে আসা ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এসময় ছাত্রদলের পক্ষ থেকে আনা বিজয় দিবসের পুষ্পস্তবকও ছিঁড়ে ফেলে এবং তাদের মারধর করে ছাত্রলীগের কর্মীরা।

তারা ছাত্রদলের দুই নেতাকে মারধরও করে। তারা হলেন- ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ ইকরাম ও প্রচার সম্পাদক মঈনউদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে  বিশ্ববিদ্যালয়ের চিরায়ত নিয়ম অনুযায়ী অন্যান্য সংগঠনের মতো বিজয় দিবসে ফুল দিতে আসে ছাত্রদল নেতাকর্মীরাও। এসময়  ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের পুষ্পস্তবক কেড়ে নিয়ে তাদের মারধর করে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘আমরা বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। কিন্ত ছাত্রলীগের কিছু ছেলে এসে আমাদের নেতা-কর্মীদের মারধর করে। আমার সন্দেহ হয় যে তারা কেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী! বিজয় দিবসের ফুল পর্যন্ত ছিঁড়ে ফেললো।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, `হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer