Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

ফিলিপাইনে বার্ড ফ্লুর প্রার্দুভাব, মেরে ফেলা হচ্ছ ৪ লক্ষাধিক পাখি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ১১ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফিলিপাইনে বার্ড ফ্লুর প্রার্দুভাব, মেরে ফেলা হচ্ছ ৪ লক্ষাধিক পাখি

ঢাকা : ফিলিপাইনের প্রধান লুজন দ্বীপের পাম্পাগা প্রদেশে প্রথমবারের মতো একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

দেশটির কৃষি মন্ত্রী ইমানুয়েল পাইনুল বার্ড ফ্লুতে আক্রান্ত প্রায় ৪ লক্ষ পাখি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। অপর দিকে আক্রান্ত এলাকা লুজন দ্বীপ থেকে সকল প্রকার পোল্ট্রি দেশের অন্যান্য অঞ্চলে প্রেরন বন্ধ করে দিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, ম্যানিলার উত্তরের শহর সান লুইসে ৩৮ হাজার মুরগি ফ্লুতে মারা গেছে। এসব মুরগি টাইপ এ সাবটাইপ এইচ ৫ এ আক্রান্ত হয়।

কৃষিমন্ত্রী বলেন, সংক্রমিত ১ কিলোমিটার এলাকা থেকে ৪ লাখ মুরগি সংগ্রহ করা হয়েছে। যাতে করে এসব মুরগির সংস্পর্সে অন্য মুরগী আক্রান্ত না হতে পারে।

তিনি বলেন, সরকারের কাছে এখন পর্যন্ত বার্ড ফ্লুতে দেশটির কোন মানুষ আক্রান্ত হওয়ার তথ্য নেই।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী পাইলন উবাইল সংবাদ মাধ্যমকে বলেন, কৃষি বিভাগ বার্ড ফ্লু সংক্রমনের কারণ অনুসন্ধান করে দেখছে। দেশের মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও তা কম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ড ফ্লু প্রতিরোধে দেশটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer