Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ফিফা র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে নেই আর্জেন্টিনা, জার্মানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ১৬ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফিফা র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে নেই আর্জেন্টিনা, জার্মানি

ঢাকা : বিশ্বকাপ জেতার স্বপ্ন তাদের ধূলিস্যাৎ হয়েছে অনেক আগেই। এবার র‌্যাঙ্কিংয়েও হলো অবনমন। র‌্যাঙ্কিংয়ের প্রধম দশেই নেই মেসির দলের নাম!

১১ নম্বরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৫৭৪ পয়েন্ট। একই দুর্ভাগ্য ঘরে নিয়ে ফিলেছে জার্মানিও। ১৫৬১ পয়েন্ট নিয়ে তারা নেমেছে ১৫ নম্বরে।

পয়েন্টের হিসেবে সর্বোচ্চ ১৫০ পয়েন্ট যোগ হয়েছে ফ্রান্সের নামের পাশে। সামনে থাকা ছয় দলকে র‍্যাংকিংয়ে পেছনে ঠেলে দিয়ে এক নম্বর স্থান দখল করেছে লা ব্লুজরা। নানান অঘটনের বিশ্বকাপের কারণে র‍্যাংকিংয়ে পরিবর্তন এসেছে অনেক। সবচেয়ে বড় ধাক্কাটা পেয়েছে জার্মানিই।

২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা পিছিয়েছে ১৪ ধাপ, নেমে গিয়েছে ১৫ নম্বরে। অন্যদিকে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পিছিয়েছে ৬ ধাপ, তাদের বর্তমান অবস্থান ১১তম। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও ১ ধাপ নেমেছে ব্রাজিল, রয়েছে ৩ নম্বরে।

ব্রাজিলের ২ নম্বর স্থানটা দখল করেছে র‍্যাংকিংয়ের তিনে থাকা বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপের রানারআপ দল ক্রোয়েশিয়া লাফ দিয়েছে ১৬ ধাপ, উঠে এসেছে ৪ নম্বরে। নয় ধাপ এগিয়ে ৫ নম্বরে রয়েছে উরুগুয়ে। বিশ্বকাপে চতুর্থ হওয়া ইংল্যান্ডের উন্নতি ঘটেছে ৯ ধাপ, অবস্থান ৬ষ্ঠ।

শীর্ষ দশের পরের চারটি স্থান পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্কের। ১১ নম্বরেই রয়েছে আর্জেন্টিনা। এগুনোর হিসেবে সবচেয়ে বড় লাফ দিয়েছে স্বাগতিক রাশিয়াই। ২১ ধাপ এগিয়ে তাদের বর্তমান র‍্যাংকিং ৪৯তম। আর সবচেয়ে বেশি পিছিয়েছে মোহাম্মদ সালাহর মিশর। ২০ ধাপ পিছিয়ে তাদের বর্তমান অবস্থান ৬৫তম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer