Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

ফিজির অদূরে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ১৯ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফিজির অদূরে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকা : প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র ফিজি থেকে দুইশো মাইল দূরে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। টোঙ্গা থেকেও ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব একই পরিমাণ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)-র প্রাথমিক খবরে এমনটা জানা গেছে। খবর সিএনএনের।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরের কিছুক্ষণ পরই ওই ভূমিকম্পটি আঘাত হানে। তারা জানাচ্ছে, এটির গভীরতা প্রায় ৫৬০ কিলোমিটার।

প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনও বিধ্বংসী সুনামি সতর্কতা নেই। একইসঙ্গে হাওয়াইয়েও কোনও সুনামি সতর্কতা নেই।

এদিকে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer