Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

‘ফার্স্ট লেডিজ অ্যাওয়ার্ড’ পেলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ২২ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘ফার্স্ট লেডিজ অ্যাওয়ার্ড’ পেলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী

ফাইল ছবি

ঢাকা : ‘ফাস্ট লেডিজ অ্যাওয়ার্ডে’ সম্মানিত হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ ২০ জানুয়ারি অভিনেত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এই পুরস্কার তার মুকুটে নতুন পালক জুড়ে দিল৷

কর্মক্ষেত্রে মাইলস্টোন তৈরির জন্য মহিলাদের এই পুরস্কার দেওয়া হয়৷ রাষ্ট্রপতি তাদের হাতে এই পুরস্কার তুলে দেন৷ প্রথম ভারতীয় হিসাবে কানের জুরি সদস্য হয়েছিলেন ঐশ্বরিয়া৷ সেই মাইলস্টোনের জন্য পুরস্কার পেয়েছেন৷

৪৪ বছর বয়সী এই অভিনেত্রী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রংয়ের শাড়ি পড়ে এসেছিলেন৷ পোশাকের সঙ্গে মানানসই গয়না ও লাল টিপে আরও সুন্দর দেখাচ্ছিল তাকে৷

এবছর নারী ও শিশু কল্যাণ মন্ত্রক বিভিন্ন ক্ষেত্র থেকে বাছাই করা ১১২ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করে৷ ২২৭ জন মহিলার মধ্যে থেকে তাদের বাছাই করা হয়৷ ঐশ্বরিয়া ছাড়াও পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন টেনিস তারকা সানিয়া মির্জা, বক্সার মেরি কম, এভারেস্ট পর্বতারোহী বাচেন্দ্রী পাল, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু৷

এছাড়া এই পুরস্কারে সম্মানিত করা হয় ভাবনা কন্থ, অবনী চতুর্বেদী ও মোহনা সিংকে৷ ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা পাইলট গিয়ে মাইলস্টোন তৈরির জন্য এই পুরস্কার পান তারা৷

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer