Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ফারুকের প্রশ্ন, রোহিঙ্গারা কি আওয়ামী লীগের আত্মীয়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ১৫ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফারুকের প্রশ্ন, রোহিঙ্গারা কি আওয়ামী লীগের আত্মীয়?

ঢাকা : বিএনপিকে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে না দেওয়ার কঠোর সমালোচনা করে দলটির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশ্ন তুলেছেন, বিএনপি কেন রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারবে না, রোহিঙ্গারা কি আওয়ামী লীগের আত্মীয় যে শুধু তারাই ত্রাণ দিবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, ‘বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়ে আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসক যা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তারা যে কায়দায় বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন করছে, ঠিক একই কায়দায় কক্সবাজারে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, রফিক শিকদার প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer