Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ফাইনালে ঢাকা ডায়নামাইটস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফাইনালে ঢাকা ডায়নামাইটস

ঢাকা : বিপিএলে খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। ঢাকার দেয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮৬ রানেই অলআউট হয় খুলনা।

মঙ্গলবার প্রথম কোয়ালিফাই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ঢাকা।

আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের দল। দলের পক্ষে রাসেল মাত্র ২৫ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া ব্রাভো করেন ২৩ রান।

খুলনার হয়ে দারুণ বল করেছেন জুনায়েদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া আন্দ্রে ফ্লেচার ২টি এবং হাওয়েল ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে ঢাকার বোলিং তোপে মাত্র ৮৬ রানেই অলাউট হয় খুলনা। সর্বোচ্চ ২৮ রান আসে ওপেনার আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে।

ঢাকার হয়ে রাসেল ও ব্রাভো ৩টি করে উইকেট লাভ করেন।

বুধবার দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer