Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ফটো সাংবাদিকরা মুক্তিযোদ্ধের ইতিহাসের অংশ : তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফটো সাংবাদিকরা মুক্তিযোদ্ধের ইতিহাসের অংশ : তথ্যমন্ত্রী

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি বলেছেন, ফটো সাংবাদিকরা বাংলাদেশের সৃষ্টি তথা মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ।

জাতির প্রয়োজনে তারা সর্বদা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জীবনের মায়া ত্যাগ করে ফটো সাংবাদিকরা ছবি তুলে সৃষ্টি করেন নতুন গৌরবোজ্জ্বল ইতিহাস। অতীত ইতিহাস ঘাটলেই উঠে আসবে ফটো সাংবাদিকদের অসামান্য ত্যাগের প্রতিচ্ছবি।

তথ্যমন্ত্রী আজ শনিবার সিলেট সার্কিট হাউসে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় ২০১৭-১৮ বর্ষের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন।

এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের নতুন কমিটির অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারক ‘লেন্স’ মন্ত্রীর হাতে তুলে দেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, বিদায়ী সভাপতি ইকবাল মনসুর, প্রতিষ্ঠাতা সদস্য মো. দুলাল হোসেন, কুমার গনেশ পাল, এসোসিয়েশনের সহ-সভাপতি মামুন হাসান, নাজমুল কবির পাবেল, সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, নির্বাহী সদস্য শংকর দাস, সদস্য কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, শাহীন আহমদ, আব্দুল মোমিন ইমরান, শিপন আহমদ প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer