Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ফখরুলের বক্তব্যকে পাগলের প্রলাপ বললেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

প্রকাশিত: ২০:০৯, ২১ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফখরুলের বক্তব্যকে পাগলের প্রলাপ বললেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া : সাত খুনের ফাঁসির দণ্ডপ্রাপ্তদের রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যকে পাগলের প্রলাপ বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ আসামির ফাঁসির রায় নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ফাঁসির রায় মহামান্য রাষ্ট্রপতি নাকি ক্ষমা করে দেবেন। এগুলো পাগলের প্রলাপ। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রিফাতনগরে আয়োজিত তিতাসনদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল হক এসব কথা বলেন।

 

বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রিত `ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লিমিটেড নারায়ণগঞ্জ` ১১৯.৬৬ কোটি টাকা ব্যয়ের ১১০ কিলোমিটার তিতাস নদী পুনঃখনন প্রকল্পের ড্রেজিং কাজের চারটি প্যাকেজের ডিপিএম পদ্ধতিতে খননকাজ করবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer