Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

প্রয়াত অভিনেতা ওম পুরি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ৬ জানুয়ারি ২০১৭

আপডেট: ১২:৩১, ৬ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

প্রয়াত অভিনেতা ওম পুরি

ঢাকা: চলে গেলেন অভিনেতা ওম পুরি৷ শুক্রবার সকালে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা৷

‘অর্ধ সত্য’ সিনেমার জন্য ওম পুরি পেয়েছেন জাতীয় পুরস্কার৷ পদ্মশ্রী সম্মানেও ভূষিত এই অভিনেতা৷ সিনেমা এবং থিয়েটারে চুটিয়ে অভিনয় করেছেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডের শিল্পী মহলে৷

১৯৫০ সালের ১৮ অক্টোবর আম্বালায় জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা৷ পাঞ্জাবি পরিবারের ছেলেটি ছোট থেকেই বড় হয়ে উঠেছিলেন কঠিন অনুশাসনের মধ্যে৷ বাবা ছিলেন সেনাবাহিনীতে৷ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রী পেয়েছিলেন তিনি৷

দেশ ও বিদেশের বহু সিনেমা, থিয়েটার এবং টিভি সিরিয়ালে অভিনয় করার অভিজ্ঞতা ছিল তাঁর৷ যদিও ১৯৭৬ সালে মারাঠি ছবি ‘ঘাসিরাম কোতওয়াল’-এর মাধ্যমেই প্রথমবার সেলুলয়েডে হাতেখড়ি হয়েছিল এই প্রখ্যাত অভিনেতার৷ হিন্দি এবং মারাঠি ছবির পাশাপাশি মালায়লম, উর্দু এবং ইংরাজি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি৷

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer