Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘প্রিয়রঞ্জনের মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:০২, ২১ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘প্রিয়রঞ্জনের মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো’

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রখ্যাত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশের একজন ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন।

তিনি সোমবার এক শোকবার্তায় বলেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের একজন তরুণ নেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো।’

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দাসমুন্সি স্ট্রোকে আক্রান্ত হয়ে ২০০৮ সালে কোমায় যান এবং তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি ওই সময় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রধান ছিলেন। দাসমুন্সি আজ নতুন দিল্লির একটি হাসপাতালে ৭২ বছর বয়সে পরলোকগমন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer