Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

প্রান্তিক মানুষদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্খীদের ইফতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ১ জুন ২০১৮

আপডেট: ১৭:২৫, ১ জুন ২০১৮

প্রিন্ট:

প্রান্তিক মানুষদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্খীদের ইফতার

ছবি : বহুমাত্রিক.কম

ঢাকা : গত বৃহস্পতিবার রাজধানীতে বসবাসরত দরিদ্র-প্রান্তিক মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র এপ্লাইড সোসিওলোজি ডিপার্টমেন্ট ও সোসিওলোজি ক্লাব।

সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার যে আহ্বান পবিত্র রমজান জানাচ্ছে তাতে সাড়া দিয়ে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন। শিক্ষার্থীদের এমন মানবিক মনোভাবের বহিঃপ্রকাশে খুশি শিক্ষকরাও। আয়োজনে যোগ দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করছেন তারা। 

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এপ্লাইড সোসিওলোজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. আহসান হাবীব। বিভাগের  সিনিয়র লেকচারার ও সোসিওলোজি ক্লাব মডারেটর রওশন আরা রুমকি এতে উপস্থিত ছিলেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer