Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

প্রশিক্ষণ পাবেন ২৮০৭০ জন বেকার মহিলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ২২:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

প্রশিক্ষণ পাবেন ২৮০৭০ জন বেকার মহিলা

ঢাকা : জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষন প্রকল্পর মাধ্যেমে, ৫ বছরে কমপক্ষে এস,এস, সি পাস ২৮ হাজার ৭০ জন শিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।

১৩ ফেব্রুয়ারি সোমবার জাতীয় সংসদে মহিলা আসনের সংসদ বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পর আওতায় ঢাকাসহ দেশের ৬৪ টি জেলা শহরে শিক্ষিত বেকার মহিলার জন্য ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ৫ বছর।

মেহের আফরোজ বলেন, প্রকল্পটির মাধ্যমে প্রতি জেলায় ২ ব্যচে ৪৬ জন করে বছরে ৯২ জনকে প্রশিক্ষন দেয়া হচ্ছে। সাংসদ নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মেহের আফরোজ বলেন, গ্রামীন দুঃস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থান ও তাদের স্ববলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার তার গৃহীত পরিকল্পনা অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে রাজস্ব ও উন্নয়ন খাতের আওতায় বিভিন্ন কর্মসূচী যথারীতি পরিচালনা করেছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer