Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

প্রশাসন কখনোই বিচার বিভাগের স্বাধীনতা চায়নি : প্রধান বিচারপতি

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১৯:০২, ২৫ এপ্রিল ২০১৭

আপডেট: ১৯:০৬, ২৫ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

প্রশাসন কখনোই বিচার বিভাগের স্বাধীনতা চায়নি : প্রধান বিচারপতি

হবিগঞ্জ : প্রশাসন কখনোই বিচার বিভাগের স্বাধীনতা চায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।

মঙ্গলবার বিকালে হবিগঞ্জ বার লাইব্রেরিতে তাকে দেয়া এক সংবর্ধনায় তিনি এমন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, প্রশাসন কোনদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছে, তাদেরকে পরিচালনা করে কয়েকজন আমলা।

তিনি বলেন, বিচার বিভাগ সবসময় একটি ভারসাম্য রক্ষা করে চলে। তাদেরও (প্রশাসন) কোনো কিছুতে ত্রুটি থাকলে প্রতিকারের জন্য বিচার বিভাগের কাছেই আসতে হয়।

প্রধান বিচারপতি বলেন, আমরা তাদেরও বিচার করে থাকি। কেউ যখন প্রশাসনের কাছে নিরাপত্তা পায় না এবং চাকরি ও প্রমোশন নিয়ে বৈষম্যের শিকার হলে, তখন আমরা বিচার বিভাগই এর সমাধান দিয়ে থাকি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, অ্যাডভোকেট চৌধুরী আবুল হাই প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer