Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মিয়ানমার সফর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মিয়ানমার সফর’

ঢাকা : অক্টোবরের প্রথম সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মিয়ানমার সফরের কথা থাকলেও রোহিঙ্গা পরিস্থিতির কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এখন সফর হবে কি না তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এটা সত্যি যে মিয়ানমার সরকার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা এসেছিলেন। তিনি আমাদের অনুরোধ করে গিয়েছিলেন মিয়ানমার যেতে। আমরা দিনক্ষণও ঠিক করেছিলাম যে, অক্টোবরের প্রথম সপ্তাহে যাব। আমরা তাদেরকে জানিয়েও দিয়েছিলাম। কিন্তু এর আগেই ঘটনাটির (রোহিঙ্গা নির্যাতন) সৃষ্টি হয়েছে। এজন্য আমরা চিন্তা করছি সফর নিয়ে কী করা যায়।’

কামাল বলেন, প্রধানমন্ত্রী এবং পরারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। কখন যাব, যাব কি না সেই সিদ্ধান্ত নেব।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer