Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেভিড ক্যামেরনের সাক্ষাৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ২৭ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেভিড ক্যামেরনের সাক্ষাৎ

ছবি : ফাইল ছবি

ঢাকা : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসা ক্যামেরন বৃহস্পতিবার সকালে গণভবনে যান এবং সেখানেই তাদের বৈঠক হয় বলে কর্মকর্তারা জানান।

ডেভিড ক্যামেরন বুধবার রাতে ব্যাংকক থেকে ঢাকা পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম খাস্তগীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

গত বছর গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া ক্যামেরন এবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডির একটি প্রকল্প পরিদর্শন করতে। এর বাইরে ঢাকায় ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের একটি গোলটেবিল বৈঠকেও তিনি অংশ নেবেন।

লন্ডন স্কুল অব ইকনোমিকসের এই সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই প্রবৃদ্ধির জন্য কাজ করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer