Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মালালা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মালালা

ঢাকা : শান্তির জন্য এক ভারতীয়ের সঙ্গে যুগ্মভাবে নোবেল পুরষ্কার পেলেও চিরাচরিত পথে ভারত বিদ্বেষের পথেই হাঁটতে চলছেন মালালা ইউসুফজাই।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মসনদে নিজেকে দেখতে চাইছেন এই নোবেলজয়ী। বুধবার সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন সদ্য কৈশোর অতিক্রম করা মালালা।

নারী শিক্ষার হয়ে সাওয়াল করার অপরাধে ২০১২ সালে মালালা ইউসুফজাইকে গুলি করে হত্যার চেষ্টা করে তালিবানেরা।

তারপর থেকেই সংবাদের শিরোনামে উঠে আসে এই পাক তনয়া। ভারতীয় কৈলাস সত্যার্থীর সঙ্গে যুগ্মভাবে ২০১৪ সালে নোবেল জয় করেছিলেন।

পাকিস্তানের সার্বিক উন্নতির জন্য এখন তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন ত্যাগ করে প্রধানমন্ত্রী হতে চাইছেন। আরবের ওই অনুষ্ঠানে মালালা বলেছেন, “কিছু মহিলা রোল মডেল দেখে আমি আমার লক্ষ্য বিস্তার করেছি।

আমি বেনজির ভুট্টোকে দেখেছি দু’বার দেশের প্রধানমন্ত্রী হতে। আমি মহিলা ক্রীড়াবিদ, মহাকাশচারী, শিল্পী, উদ্যোগপতি দেখেছি।

এদের দেখে অনুপ্রাণিত হয়ে আমার চিকিৎসক হওয়ার ছেড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবছি।” রাজনীতির মাধ্যমেই পাকিস্তানের মহিলাদের সার্বিক উন্নতি সাধন সম্ভব বলে মনে করেন মালালা। সেই কারণেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer