Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

গাংনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

মেহেরপুর সংবাদদাতা

প্রকাশিত: ১০:০৬, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাংনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দু’টি বোমা, একটি এলজি শার্টারগান, দুই রাউন্ড গুলি ও দু’টি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের ইটভাটা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সরোয়ারের ইটভাটা এলাকায় কয়েকজন সন্ত্রাসী চাঁদা নিতে আসছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল আগে থেকেই সেখানে অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দুই সন্ত্রাসী আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সজিব উদ্দীন স্বাধীন মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এসময় গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) এসআই শংকর কুমার ঘোষ, সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিক, কনস্টেবল মতিউর, খাইরুল ইসলাম সামান্য আহত হয়েছেন। তারা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer