Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘প্রধানমন্ত্রী গীতিকার, প্রধান নির্বাচন কমিশনার কণ্ঠশিল্পী’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ১৫ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:২৮, ১৬ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

‘প্রধানমন্ত্রী গীতিকার, প্রধান নির্বাচন কমিশনার কণ্ঠশিল্পী’

ঢাকা : জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আবারো প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার বিকেলে সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে তিনি কথা বলেন। বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ, নির্বাচন পর্যবেক্ষকরা যেসব পরামর্শ দিয়েছেন তা নির্বাচন কমিশন বাতিল করে সরকারের ইচ্ছা অনুযায়ী নির্বাচন পরিকল্পনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, `জনগণের দাবি হচ্ছে ইভিএম দ্বারা নির্বাচন চলবে না, কারণ দূর থেকে ইভিএম নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধু বিএনপি নয় সবাই এটার বিরোধী। এমন কি সেনাবাহিনী মোতায়েনের দাবিও করা হয়েছে কিন্তু তারা শুনবে না কারণ তারা শেখ হাসিনা মার্কা নির্বাচন করতে চায়।`

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গীতিকার এবং প্রধান নির্বাচন কমিশনার কণ্ঠশিল্পী বলেও মন্তব্য করেন রিজভী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer