Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

প্রধান বিচারপতির কাছে আরও একটি রায় চান হাফিজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৬, ১৯ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রধান বিচারপতির কাছে আরও একটি রায় চান হাফিজ

ঢাকা : বিচারক অপসারণ ক্ষমতা সংসদে ফিরিয়ে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে আরও একটি রায় চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মেদ।

তার প্রত্যাশা, বর্তমান সংসদকে যেন অবৈধ ঘোষণা করে এটি ভেঙে দেয়ার আদেশ দেন প্রধান বিচারপতি।

শুক্রবার রাজধানীতে কল্যাণ পার্টি আয়োজিত ‘ষোড়শ সংশোধনী বাতিল ও গণতান্ত্রিক যাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেজর হাফিজ।

বিএনপি নেতা বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিল করে প্রধান বিচারপতি জনগণের একটি উপকার করেছেন। বর্তমান অবৈধ সংসদ ভেঙে দেয়া উচিত, এমন কোনও রায় দিয়ে তিনি আরও একটি উপকার করতে পারেন।’

বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের কড়া সমালোচনা করে হাফিজ বলেন, ‘এই সরকার বিচারপতি অপসারণের ভার সংসদের হাতে নেয়ার জন্য উঠেপড়ে লেগেছে।’

গত ৩ জুলাই সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতি। সরকার এই রায়ের কঠোর সমালোচনা করলেও বিএনপি এই রায়কে জনগণের মনের কথা বলে এর প্রশংসা করছে।

আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানান বিএনপি নেতা। তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী কোনও রাজনৈতিক দলের নয়। অতীতে এ দেশের প্রতিটি সংসদ নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন ছিল। শুধু মাত্র ছিল না ২০১৪ সালের ৫ জানুয়ারির তথাকথিত অবৈধ নির্বাচনে।’

হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী না থাকলে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আবারও দুর্বৃত্তরা লাঠি, রামদা হাতে ভোটকেন্দ্রে সাধারণ মানুষের ওপর হামলা করবে। তাই আগামী নির্বাচনের দুই মাস পূর্বে দেশে সেনা মোতায়েন করতে হবে।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশে এখন একটি নির্বাচন কমিশন আছে, যাকে অত্যন্ত চাতুরতার সাথে ষড়যন্ত্র করে গঠন করা হয়েছে। এখন তারা যে বক্তব্য দিচ্ছে তার মাধ্যমে তাদের আসল চরিত্র ফুটে উঠছে।’

কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer