Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

প্রধান বিচারপতিই নির্দেশেই ভাস্কর্য স্থানান্তর : মাহবুবে আলম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ২৬ মে ২০১৭

আপডেট: ০৯:৫৬, ২৬ মে ২০১৭

প্রিন্ট:

প্রধান বিচারপতিই নির্দেশেই ভাস্কর্য স্থানান্তর : মাহবুবে আলম

ঢাকা : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষই সরাচ্ছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ কথা জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের লিলি ফোরায়ার পাশের ভাস্কর্যটি সরানোর কাজ শুরু হয়।


সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত দেবি থেমিসের ভাস্কর্যটি নিয়ে বিতর্ক ওঠায় বৃহস্পতিবার বিকালে এটিকে সরিয়ে অন্য কোথাও পুনঃস্থাপনের নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি জানান,‘বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ডেকেছিলেন। এসময় ড. কামাল হোসেন, খন্দকার মাহবুব হোসেনসহ সুপ্রিম কোর্টের বারের বর্তমান ও সাবেক দায়িত্বশীলরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যকে কেন্দ্র করে আমি কোনও অপ্রীতিকর ঘটনা চাই না। এটি সরিয়ে নেওয়া হোক। এবং এমন জায়গায় স্থাপন করা হোক যেন প্রশ্ন না ওঠে ।’

অ্যাটর্নি জেনারেল আরও জানান, ‘এসময় সুপ্রিম কোর্টের সামন থেকে ভাস্কর্যটি সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে আমরা প্রধান বিচারপতিকে বলেছি।’

এরপরেই প্রধান বিচারপতি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাস্কর্যটি অ্যানেক্স ভবন সংলগ্ন সুপ্রিম কোর্ট জাদুঘরের পাশে বসানোর পক্ষে আলোচনায় মত দেওয়া হয়। তবে বৃহস্পতিবার রাতেই যে ভাস্কর্য সরানো হবে তা তিনি জানতেন না।’

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer