Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রথমবারের মতো রোল বল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রথমবারের মতো রোল বল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকা : মঙ্গলবার চাইনিজ তাইপেকে ১২-২ গোলে উড়িয়ে রোল বল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

এদিন মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেন আসিফ-হৃদয়রা। একের পর এক আক্রমণ সাজাতে থাকে বাংলাদেশ। মিলতে থাকে সাফল্যও। খেলার প্রথমার্ধে নেপালের জালে চারটি গোল জড়ালেও গোলশূণ্য থাকে নেপাল। ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় নেপালের জালে পঞ্চম গোল জড়ায় বাংলাদেশ। তবে পর পর তিনটি গোল করে ঘুরে দাঁড়ানর ইঙ্গিত দিলেও ব্যর্থ হয় নেপাল। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ায় স্বাগতিক বাংলাদেশ।

সর্বোচ্চ তিনটি গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন হৃদয়। এছাড়া সোহাগ দুইটি ও আরাফাতের উইলো থেকে এসেছে অপর গোলটি। কোয়ার্টার ফাইনালে ইরান ও ডেনমার্কের মধ্যকার ম্যাচের জয়ী দলকে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

রোল বল বিশ্বকাপের চতুর্থ আসরে হংকংকে ১৯-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। এরপর ভূটানকে ৯-২ গোলের ব্যবধানে হারানোর পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করে বাংলাদেশ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer