Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

প্রথমবারের মতো ইতিহাস-সেরা টেস্ট র‍্যাংকিং বাংলাদেশের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রথমবারের মতো ইতিহাস-সেরা টেস্ট র‍্যাংকিং বাংলাদেশের

ঢাকা : আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রকাশিত সবশেষ র‌্যাংকিং অনুযায়ী টাইগারদের পয়েন্ট ১ হাজার ২০২। ১৬ ম্যাচে খেলে সাকিব-তামিমদের রেটিং ৬৭।

আগের র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট কমে নবম স্থানে নেমে এসেছে। ২২ ম্যাচে ক্যারিবীয়দের ১ হাজার ৪৮৪ পয়েন্টে বর্তমান রেটিং ৬৭। এতেই আট নম্বরে উঠে আসে বাংলাদেশ দল।

এদিকে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেই রয়েছে ভারত। ২৮ ম্যাচে ৩ হাজার ৪৯৯ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির দলের রেটিং ১২৫।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অবস্থান সপ্তম। দশম স্থানেই রয়েছে জিম্বাবুয়ে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer