Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

প্রথম নারী সদস্য পেতে যাচ্ছে মার্কিন ‘নেভি সিল’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৪ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রথম নারী সদস্য পেতে যাচ্ছে মার্কিন ‘নেভি সিল’

ঢাকা : মার্কিন নেভি সিলে প্রথমবারের মতো কোনো নারী যোগ দিচ্ছেন। স্থল, জল ও আকাশপথে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে গঠিত নেভি সিল মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ অংশ।

নেভি সিল ন্যাভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের (এনএসডব্লিউসি) একটি অংশ। এখন পর্যন্ত সামরিক বাহিনীর এ বিশেষ ইউনিটে কোনো নারী সদস্য নেই।

২০১৬ সালের জানুয়ারির আগ পর্যন্ত কোনো নারীর এ ইউনিটে যোগ দেওয়ার ক্ষেত্রে ছিল বিধিনিষেধ। জানুয়ারিতে এটি নারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু তারপরও এখন পর্যন্ত কেউ এ বিশেষ বাহিনীতে যোগ দিতে আবেদন করেনি।

অবশেষে বর্তমানে মিডশিপম্যান পদে কর্মরত এক নারী এ বাহিনীতে যোগ দিতে আবেদন করেছেন। তাঁর সঙ্গে আরেক নারী করেছেন নেভির বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীতে যোগ দেওয়ার আবেদন।

তাঁদের দুজনকেই এখন যেতে হবে বেশ কিছু প্রশিক্ষণ ও পরীক্ষার মধ্য দিয়ে। এরই মধ্যে তারা ইতিহাস সৃষ্টি করলেও, চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তাদের এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer