Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

প্রথম দিনের অধিবেশন সমাপ্ত, দ্বিতীয় দিনে নেতা নির্বাচন

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ২২ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রথম দিনের অধিবেশন সমাপ্ত, দ্বিতীয় দিনে নেতা নির্বাচন

ছবি-পিআইডি

ঢাকা : জমকালো নানা আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথমদিনের অধিবেশন শেষ হয়েছে।

দ্বিতীয় দিন রোববার সকাল সাড়ে ৯টায় অধিবেশন শুরু হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী দিনের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে সম্মেলনের সমাপনী ভাষণে শেখ হাসিনা বলেন, সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার নেতা নির্বাচন হবে। একজন কাউন্সিলর সভাপতির নাম প্রস্তাব করবেন, আরেকজন তা সমর্থন দেবেন। একইভাবে সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রোববার দ্বিতীয়দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান দলীয় সভাপতি।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশে একটি মানুষ না খেয়ে থাকবে না। গৃহহারা থাকবে না, মানবেতর জীবন পালন করবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।

শনিবার সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে ক্ষমতাসীন দল আওয়ামীরীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer