Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রতিশ্রুতি দিয়েও ন্যায্য হিস্যা দিতে পারেনি সরকার : ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ২৫ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রতিশ্রুতি দিয়েও ন্যায্য হিস্যা দিতে পারেনি সরকার : ফখরুল

ঢাকা : প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পরেও, ৯ বছরে তিস্তার ন্যায্য হিস্যা দিতে পারেনি বর্তমান সরকার। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ইস্যুতে সরকার ব্যর্থ।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। অন্যান্য চুক্তির পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে কি আলোচনা করছেন, তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, `আওয়ামী লীগের দাবির কাছে নির্বাচন কমিশন নতি স্বীকার করে সংসদ সদস্যদেরকে নির্বাচনী প্রচারণায় নামার জন্য অনুমোদন দিয়ে তারা কাজ করছে।`

তিনি আরো বলেন, `আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিঃস্বন্দেহে একটি নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবো।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer